কুরআন শিক্ষা সমাচার - ১
পবিত্র কুরআন শিখতে নিয়ম নির্ভরতার চেয়েও বেশি প্রাকটিস নির্ভর হওয়া উচিত। তবে প্রাথমিক পর্যায়ে নিয়ম শেখা বা সহজ ভাসায় বললে কিছু বেসিক নিয়ম বুঝাটা গুরুত্বপূর্ণ। তবে তা হতে হবে তেলাওয়াতের সাথে সাথে সেই নিয়মগুলো সরাসরি এপ্লাই এর মাধ্যমে বুঝা।
যেই প্রসেসটা সাধারণত খুব কম আমাদের দেশে। হিফজ বা নূরানী মাদ্রাসা বাদ দিয়ে অন্যসব সেক্টরকে আমি এখানে ইন্ডিকেট করছি; মূলত যেসব জায়গায় জেনারেল মানুষদের শেখানো হয়।
১৪০০ বছর ধরে কুরআন শিক্ষার প্রসেসটা সরাসরি ছিনা টু ছিনা বা কলব টু কলব হয়েই চলে আসছে। আপনি তাজবিদের একটা বই আর পবিত্র কুরআন সামনে রেখে সাথে ইউটিউবের কিছু ক্বারীর তেলাওয়াত ফলো করে নিজে নিজেই কুরআন শিখে ফেলবেন এটা একদমই অসম্ভব এবং ভুল প্রসেস। কপি করতে পারবেন হয়তো বাট এমন কিছু সুক্ষ ভুল অজান্তেই তৈরী করে ফেলবেন যা আমল বিনষ্ট করে ফেলার জন্য যথেষ্ট।
রাসূল সাঃ স্বয়ং জিবরাইল আঃ মারফত সরাসরি আল্লাহ তায়ালার কাছ থেকে অহির মাধ্যমে এই পবিত্র কুরআন ছিনায় ধারণ করেছেন।
রাসূল সাঃ এর কাছ থেকে তার সাহাবীরাও ঠিক তেমন ভাবেই সরাসরি এই কুরআন বুকে ধারণ করেছেন এবং অসংখ্য অগনিত হাফেজে কুরআন তখন এই প্রসেসেই তৈরী হয়েছে।
রাসূল সাঃ এর চলে যাওয়ার পরও কিন্তু কুরআন শেখার জন্য কোন নিয়মের বই তৈরী হয়নি কিংবা কুরআন লিপিবদ্ধও হয়নি। বাট খোলাফায়ে রাশেদিনের প্রথম সময়ে ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজে কুরআনের যখন শহীদ হয়, সেই সময় ও বাস্তবতা বিবেচনায় হযরত ওমর রাঃ এর পরামর্শে কুরআন লিপিবদ্ধ করার প্রয়াস চালান খলিফা হযরত আবু বকর রাঃ।
এখানে আপনাকে রিজনটা অবশ্যই বুঝতে হবে, কেন এবং কোন প্রেক্ষাপটে কুরআন লিপিবদ্ধ করা হয়েছে।
আমি এজন্য সবসময়ই বলে আসছি, অনলাইন বা অফলাইন যেভাবেই হোক যে কোন অভিজ্ঞ হাফেজের নিকট প্রতিটি মুসলিমের জন্য পুরো কুরআন অন্তত একবার নাজেরা তেলাওয়াত শুনানো ফরজ। আপনাকে সেই উস্তাদ সরাসরি ধরিয়ে দিবে কোথায় কোন ভুলটি হচ্ছে এবং কোথায় কি প্রয়োগ করতে হবে। এটাই পবিত্র কুরআন শেখার সবচেয়ে সহজ এবং গ্রহনযোগ্য নিয়ম।
আপনি জীবনে একাডেমিক টাইটেল কোনটা তো আর বাকি রাখেননা। ব্যস্ততার অজুহাতও কম দেন না। একমাত্র এই একটা জায়গায় এসে একজন অভিজ্ঞ হাফেজের কাছে না শুনিয়ে নিজেই পাকনামি করে কুরআন ভেঙ্গে ভেঙ্গে অনর্গল ভুলের দরিয়ায় হাবুডুবু খেয়ে তেলাওয়াত করে কিভাবে সস্তি পান? নিজের কাছে কি বিন্দুমাত্র আফসোস আর অনুশোচনা কাজ করে না?
আদৌ এইভাবে কুরআন তেলাওয়াত করে কি আপনার নামাজটা সহিহ হয়? নামাজ সহিহ হওয়ার সর্বপ্রথম শর্তটাই যেখানে কুরআন শুদ্ধ পড়া। সরি টু সে, কথাগুলো খুব কড়া ভাষায় হয়তো বলে ফেলেছি। বাট আশা করি যা বুঝাতে চেয়েছি একটু হলেও আপনার মধ্যে চিন্তার উদ্রেক হবে।
২-৬-২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন