আমার তারাবি ভাবনা

চার পাঁচশো মুসল্লী পেছনে রেখে একের পর এক কুরআনের আয়াত যখন একদম নিশ্চিন্ত মনে তেলাওয়াত করে যাচ্ছি। অনেক সময় তো ভাবনার স্রোত উল্টো পথেও চলে যায় ; তারপরও কিভাবে যেন মুখ দিয়ে অনর্গল আয়াতের পর আয়াত আসছেই! 


এটাই কুরআনের মু'জিযা। কোন হাফেজ কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার তারাবি পড়ানোর প্রাক্কালে একদম ফুল টাইম একশোতে একশো তেলাওয়াতে এটেনশন থাকে?

কিন্তু এটা স্বীকার করতেই হবে, মনোযোগ ঠিক থাকুক চাই না থাকুক মহান আল্লাহ কিন্তু তার মুখে কখনও ব্যাঘাত সৃষ্টি করেন না। দয়াময় না চাইলে আমার যে এক আয়াতও এগিয়ে যাওয়ার সাধ্য নাই! 

দশ বছর আগে হাফেজ হওয়ার পর তখনও তারাবি পড়িয়েছি এখনও পড়াই। কিন্তু সময়ের সাথে সাথে এখন ইমাম হিসেবে গুরু দায়িত্বের এই বিশাল বোঝা নিয়ে ভাবনায় ডুবে যাই। এই অপার নেয়ামত বুকে ধারণ করার মতো শক্তি যিনি আমাকে দিয়েছেন তার প্রতি যথাযথ কৃতজ্ঞতা কি আমার আদায় করা হয়!


খুব ভয় হয়, না জানি কোন পাপের কারণে এই রিজিক তিনি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান। ভয় হয় যদি আমার এই কন্ঠ তিনি রুদ্ধ করে দেন! কিংবা তিনি যদি না চান আমার পক্ষে তো আদৌ এক আয়াত পাঠ করাও সম্ভব হবে না। 



আগে তারাবি শেষ করলে প্রফুল্লতা কাজ করতো। বিশাল হাদিয়ার কথা চিন্তা করলে পুলক অনুভব করতাম। এসব যে শুধুই ছেলেমানুষী ছিল তা এখন বুঝি। জীবনে পবিত্র কুরআনের কতটুকু হক আদায় করতে পারলাম তা নিয়ে চিন্তা হয়। 


আজকে খতমের পর থেকে আগামী রমজান পর্যন্ত বা মৃত্যুর আগ পর্যন্ত পবিত্র কুরআন ঠিকঠাক অন্তরে গেঁথে রাখতে পারবো কিনা তা নিয়ে ভাবনা জাগে। মহান আল্লাহর কাছে কি জবাব দিবো! 

যে অন্তরে তিনি পবিত্র কুরআনের বিশাল নেয়ামত দান করেছেন সে অন্তরে অন্য কিছুর স্থান দিলে তিনি তো নিশ্চয়ই রেগে যান! যে মুখে অনর্গল কুরআন তেলাওয়াত নিজের অজান্তেই তিনি পাঠ করার শক্তি দিয়েছেন, সে মুখে মিথ্যা, গীবত আর চোগলখোরির ফাহেশা গুনাহের কথাবার্তা বের করলেও তিনি তো সব দেখেন! হায় আল্লাহ!

হে আল্লাহ আমার চিন্তা করার মতো শক্তি আর অবশিষ্ট নেই। এই নেয়ামতের জন্য আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি। তারপরও এই নেয়ামত কোন ক্রমেই হারাতে রাজি না। মৃত্যুর আগ পর্যন্ত পবিত্র কুরআন আমার ছিনায় বক্ষে স্থায়ীভাবে বসত গাঁড়িয়ে দাও এই মহতী জুম্মা রাতে এটাই তোমার কাছে আমার আকুল আবদার। 


- নাঈম হাসানাত🖋️


| আমার তারাবী ভাবনা | 






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাড়ির নাম পান্থ নিবাস

কুরআন শিক্ষা সমাচার - ১