পোস্টগুলি

জুন, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুরআন শিক্ষা সমাচার - ১

ছবি
পবিত্র কুরআন শিখতে নিয়ম নির্ভরতার চেয়েও বেশি প্রাকটিস নির্ভর হওয়া উচিত। তবে প্রাথমিক পর্যায়ে নিয়ম শেখা বা সহজ ভাসায় বললে কিছু বেসিক নিয়ম বুঝাটা গুরুত্বপূর্ণ। তবে তা হতে হবে তেলাওয়াতের সাথে সাথে সেই নিয়মগুলো সরাসরি এপ্লাই এর মাধ্যমে বুঝা। যেই প্রসেসটা সাধারণত খুব কম আমাদের দেশে। হিফজ বা নূরানী মাদ্রাসা বাদ দিয়ে অন্যসব সেক্টরকে আমি এখানে ইন্ডিকেট করছি; মূলত যেসব জায়গায় জেনারেল মানুষদের শেখানো হয়। ১৪০০ বছর ধরে কুরআন শিক্ষার প্রসেসটা সরাসরি ছিনা টু ছিনা বা কলব টু কলব হয়েই চলে আসছে। আপনি তাজবিদের একটা বই আর পবিত্র কুরআন সামনে রেখে সাথে ইউটিউবের কিছু ক্বারীর তেলাওয়াত ফলো করে নিজে নিজেই কুরআন শিখে ফেলবেন এটা একদমই অসম্ভব এবং ভুল প্রসেস। কপি করতে পারবেন হয়তো বাট এমন কিছু সুক্ষ ভুল অজান্তেই তৈরী করে ফেলবেন যা আমল বিনষ্ট করে ফেলার জন্য যথেষ্ট। রাসূল সাঃ স্বয়ং জিবরাইল আঃ মারফত সরাসরি আল্লাহ তায়ালার কাছ থেকে অহির মাধ্যমে এই পবিত্র কুরআন ছিনায় ধারণ করেছেন। রাসূল সাঃ এর কাছ থেকে তার সাহাবীরাও ঠিক তেমন ভাবেই সরাসরি এই কুরআন বুকে ধারণ করেছেন এবং অসংখ্য অগনিত হাফেজে কুরআন তখন এই প্রসেসেই তৈরী হয়েছে। রা...