পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাড়ির নাম পান্থ নিবাস

পুরাতন বাড়িয়ালা আজকে হঠাৎ আমার আম্মুকে ফোন করে বলতেছে, আপনারা আমার বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে যে শুরু হলো জ্বিন ভূতের উপদ্রব তা কোন মতেই কমতেছে না। কত হুজুর দিয়া বাসাটা বন্ধ করাইলাম কাজই হয় না। এখন শেষ মুহূর্তে আপনাদের কাছেই আবার দারস্থ হইলাম। কি করা যায় বলেন তো। যেই বাসার কথা বললাম, সেখানে আমাদের পুরো পরিবার প্রায় তিন বছরের মতো ছিলাম। এখানে লোকেশনটা উহ্য রাখছি আপাতত যদিও আমার রিলেটিভ এবং ফ্রেন্ড সার্কেল প্রায় সবাই জানে। বাড়ির নামটা শুধু বলি "পান্থ নিবাস"। বিল্ডিং বাংলো টাইপ অনেকটাই। ছাদের উপর বিশাল পরিসরে ভাড়া বাসাটা। আর বাড়িয়ালা থাকতো দোতলায়। মজবুত গঠনের অনেক পুরাতন বাড়ি। এখন এই উপদ্রব আরও বেশি বৃদ্ধি পেয়েছে বাড়িওয়ালা না থাকায় দুইতলাটাও দীর্ঘদিন যাবৎ ফাঁকা থাকায়।  যাহোক, তো আমার আম্মু জানতে চাইলো সর্বশেষ কি ঘটনা ঘটলো? বাড়িয়ালা বললো, "এখন যেই ভাড়াটিয়া আছে দুই ছেলে মোটামুটি বড়োই সাথে তাদের বাবা-মা। একদম নতুন উঠলো। এমনিতেই কয়েক মাস পরপর ভাড়াটিয়া পরিবর্তনের মহড়া চলছে। যাওয়ার সময় সবার একটাই আক্ষেপ, এতো সুন্দর বাসা কিন্তু থাকতে গেলে ভুতুড়ে অনেক কর্মকাণ্ড ফেস করতে হয়।" এই ...