পোস্টগুলি

এপ্রিল, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার তারাবি ভাবনা

ছবি
চার পাঁচশো মুসল্লী পেছনে রেখে একের পর এক কুরআনের আয়াত যখন একদম নিশ্চিন্ত মনে তেলাওয়াত করে যাচ্ছি। অনেক সময় তো ভাবনার স্রোত উল্টো পথেও চলে যায় ; তারপরও কিভাবে যেন মুখ দিয়ে অনর্গল আয়াতের পর আয়াত আসছেই!  এটাই কুরআনের মু'জিযা। কোন হাফেজ কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার তারাবি পড়ানোর প্রাক্কালে একদম ফুল টাইম একশোতে একশো তেলাওয়াতে এটেনশন থাকে? কিন্তু এটা স্বীকার করতেই হবে, মনোযোগ ঠিক থাকুক চাই না থাকুক মহান আল্লাহ কিন্তু তার মুখে কখনও ব্যাঘাত সৃষ্টি করেন না। দয়াময় না চাইলে আমার যে এক আয়াতও এগিয়ে যাওয়ার সাধ্য নাই!  দশ বছর আগে হাফেজ হওয়ার পর তখনও তারাবি পড়িয়েছি এখনও পড়াই। কিন্তু সময়ের সাথে সাথে এখন ইমাম হিসেবে গুরু দায়িত্বের এই বিশাল বোঝা নিয়ে ভাবনায় ডুবে যাই। এই অপার নেয়ামত বুকে ধারণ করার মতো শক্তি যিনি আমাকে দিয়েছেন তার প্রতি যথাযথ কৃতজ্ঞতা কি আমার আদায় করা হয়! খুব ভয় হয়, না জানি কোন পাপের কারণে এই রিজিক তিনি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান। ভয় হয় যদি আমার এই কন্ঠ তিনি রুদ্ধ করে দেন! কিংবা তিনি যদি না চান আমার পক্ষে তো আদৌ এক আয়াত পাঠ করাও সম্ভব হবে না।  আগে তারাবি শেষ করলে প্রফুল...